এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
sv অদ্ভুত রামায়ণ। দেখি নারদের দশা, গানবন্ধু মহা যশ, মম পূর্ব্ব বিবরণ, সর্ব্ব পাপ নিবারণ হইবে আশর্ঘ্য জ্ঞান শুনি ॥ ১৬ পূর্ব্ব কালে এক জন, শান্ত দান্ত বিচক্ষণ ভূবনেশ নামে ভূপ ছিল। অশ্বমেধ শত শত, বাজপেয় বিশেষত, কব কত যতেক করিলা ৷৷ ১৭ কিন্তু নিজ অধিকারে, টেড়ি দিয়া দ্বারে দ্বারে, নিষেধ করিলা সর্ব্ব জনে । হরি কিম্বা অন্য দেবে, গানযোগে যেবা সেবে, আমি তারে বধিব জীবনে ॥ ১৮ বেদ বিধি অনুসারে, দ্বিজগণদেবতারে, অৰ্চনা করুন অনুদিন । সূত্রমাগধাদি করি, আর যত বিদ্যাধরী, হইবেক গানের অধীন ॥ ১৯ সে রাজার অধিকারে, শীতল নদীর ধারে, ধার্ম্মিক বৈষ্ণব এক জন ।