পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরি মিত্রের উপাখ্যান । 8> হরিমিত্র নাম তার, বহুবিধ গুণধার, করিতেন হরির ভজন ॥ ২০ রাগ রাগিণীর তানে, সদা হরি গুণ গানে, হরিমিত্র হরিতেন কাল ৭ দূতমুখে এই মত, তাহার চরিত্র যত, . শ্রবণ করিলা মহিপাল ৷৷ ২১ ক্রোধে রাজা ভুবনেশ, নিজ অধিকার দেশ, ছাড়াইয়া দূর করি দিলা । আপন কন্মের গতি, মরণান্তে নরপতি, সেই পাপে পেচক হইলা ॥২২ ক্ষুধায় আকুল প্রাণ, নাহি মিলে অন্ন পান, কৃতান্তে করিলা নিবেদন । বল ওহে ধর্ম্মরাজ, করিয়াছি কিবা কাজ, হয় যাহা নরক সাধন ॥২৩ শুনিয়া পেচক বাণী, তপন তনয় জ্ঞানী, কহিলেন শুন হে রাজন । হরি মিত্র বিষ্ণুভক্ত, হরি প্রেমে অনুরক্ত, হরিয়াছ তার সব ধন ॥৩৪ (t