এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
হরিমিত্রের উপাখ্যান । &x অরুণ বরণ রখে, হরি মিত্র শূন্য পথে, গমন করেন ত্বরান্বিত ॥২৯ নিরখি নিকটে আসি, জিজ্ঞাসিল গুণ রাশি, ভুবনেশ ভূপতির, দেখিতেছি এ শরীর, তুমি কেন উদ্যত আহারে ॥৩০ শুনি তার বাণী পরে, মৃদু সকরুণ স্বরে, কহিলাম শুন মহামতি । আমি সেই ভুবনেশ, তোমারে দিয়াছি কুেশ, সেই পাপে এঘোর দুৰ্গতি ॥৩১ যাবৎ মা হবে কাল, এৰূপে হরিব কাল, - পরেতে কুক্কর জন্ম হবে । হরি ভক্ত হরি মিত্র, ফলে জগতের মিত্র, । শুনি কহিলেন তিনি তবে ॥৩২ শুন ওহে নরবর,তোমার এ কলেবর, অদৃশ্য হউক এইক্ষণে । না হবে কুকুর আর, পাইবে উত্তমাহার, সুখে রবে আমার বচনে ॥৩৩