এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৫২ অস্তুত রামায়ণ। অপ্সর কিন্নর নর, ষক্ষ রক্ষ বিদ্যাধর, সকলের গান গুরু হবে । হরি মিত্র এত বলি, নিজস্থানে গেলা চলি, শুনি আনন্দিত আমি তবে ॥৩৪ হে নারদ তপোধন, আমার-এ বিবরণ, পঠনে শ্রবণে ফল অতি ৷ শ্রীহরিমোহন কয়, ওহে হরি দয়াময়, দূর কর দাসের দুৰ্গতি ॥৩৫ নারস্কের গশন শিক্ষণ । গান বন্ধু নারদে কহিলা পুনর্ব্বার } এই সব অঙ্গর কিন্নর গণ আর ॥১ শিখিবারে সকলেতে সুচারু সঙ্গীত । হয়েছেন আমার সমীপে উপস্থিত ॥২ হে নারদ তপস্যা তোমার মাত্র ধন ৷ শ্রম সাধ্য হয় এই সঙ্গীত সাধন ॥৩ উলুকের উপদেশে নারদ তাপস । গান শিক্ষা করিলেন পরম সরস 11৪