এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নারদের গান শিক্ষা । ○。 গান বন্ধ কহিলেন করি প্রণিধান । স্মরণ রাখহ মনে এ গুণ নিধান ॥৫ আহারে বিহারে ধনধান্যে ব্যবহারে । সম্পদ বদ্ধনে লোক লজ্জা পরিহারে ॥৬ স্বকীয় অঙ্গের নিরীক্ষণ সঞ্চালন৷ হাস্য ভয় কম্প অন্য বিষয় স্মরণ ॥৭ গান কালে ত্যজিবেক এই সব যত । গানাচার্য্যগণের জানিবে এই মত ॥৮ ক্ষুধার্ত্ত ভয়ার্ত্ত দর্শনার্ত্ত যেই জন । অবশ্য করিবে সেই সঙ্গীত বজ্জন ॥৯ এই কথা শুনিয়া নারদ ঋষি বর । গান শিক্ষা করিলেন সহস্রবৎসর ॥১০ রাগ ভাগ সমুদয় নারদ শিখিলা । মনোহর বীণ বাদ্যে নিপুণ হইল ॥১১ ছত্রিশ অযুত আর ছত্রিশ হাজার। শিথিলেন তান আরো ছত্রিশ প্রকার ॥১২ সঙ্গত পণ্ডিত হয়ে স্বয়ম্ভ তনয় । পচকেরে কহিলেন করিয়া বিনয় ॥১৩