এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
念毫 * অস্তুত রামায়ণ। যে কালে হইব তুমি দেবকী নন্দন । সেই কালে আমারে করিও নিবেদন ॥৩২ সঙ্গীতে হইবে তুমি তুম্বু রু সমান । এখন গন্ধর্ব্ব কাছে শিক্ষা কর গান ॥৩৩ প্রণাম করিয়া মুনি প্রস্থান করিলা । হস্থ হুহু সমীপেতে সঙ্গীত শিথিলা ॥৩s দ্বাপরে হইল হরি কৃষ্ণ অবতার। আজ্ঞ মত কহিলেন স্বয়ম্ভ কুমার ॥৩৫ রুবিয়ণ ও সত্যভামা আর জাম্ববতী । সকলেরে দামোদর দিলা অনুমতি ॥৩৬ সে সবার কাছে মুনি সঙ্গীত শিখিলা ৷ শেষে হরি উপদেশ প্রদান করিলা ॥৩ ব্রহ্মজ্ঞান নারদের হইল উদয় । দ্বেষ হিংসা বিনাশ পাইল সমুদয় ॥৩৮ কৃতার্থ হইলা তবে ব্রহ্মার কুমার। তুম্ব রুর প্রতি দ্বেষ না রহিল আর ॥৩৯ নারদেরে আদেশ করিলা ভগবান । তুম্ব রুর সহিত মিলিয়া কর গান ॥৪০