পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(two অস্তুত রামায়ণ। ভাবে বুঝি ক্রোধ করি, হেরি কাল বিষধর, ধরাতলে ধরিবারে ধায় ৷৷৩. অথবা নীরদ ঘন, হেরিয়া হরিষ মন, শ্রুতি চাতকের শুভ দিন । কিবা জাল পাতি কেশে, অনঙ্গ ধীবর বেশে বধিতে পুরুষ প্রাণ মীন ॥৪ সুচারু বদন খানি, সুধার সদন মানি, শারদ পার্ব্বণ সুধাধার। ময়ন চকোর মত, সচঞ্চল অবিরত, পাইতে অমিয়া রস তার ॥৫ কিবা চারু শতদলে, নচিতেছে কুতূহলে, মনোহর যুগল খঞ্জন । প্রভাকর প্রতিবিম্ব, অধর মধুর বিম্ব, সার তার করিতে ভোজন ॥৬ ফুলধনু ধনু গুরু, বঙ্কিম বিনোদ ভূৱ, কটাক্ষ প্রখর শর ধার। দশন কুন্দের কলি, অথবা মুকুতা বলি, হাস্য ইন্দু বিদ্যুৎ আকার ॥৭