এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সীতার জন্ম:। {:సి সে যে নিজে কণ্টকের ঘর। কামের কণক দগু, তাহারে করিয়া খণ্ড, রচিয়াছে বিধি গুণাকর ॥৮ পয়োধরে কিবা হার, ৰূপ তার চমৎকার, মন্দাকিনী ধারা হিমাচলে । বিগত কলঙ্ক মলা, সুচারু শশাঙ্ক কলা, শম্ভ শিরে শোভে কেহ বলে ॥৯ ৷ কটি দরশন করি, বনে গেল করি অরি, নিতম্ব ধরণী ধরাধর । করি কর সম উরু, কদলী কাণ্ডের গুরু, চরণ সরোজ প্রভাকর 11১০ লাবণ্য সাগর জলে, ত্রিবলি তরঙ্গ ছলে, ঢল ঢল করে নিরন্তর । গমনে দমন হংসী, বচনে হারিল বংশী, বিকল কোকিল কলম্বর 1৷১১ ৰূপে গুণে নিৰূপমা, রাবণের প্রিয়তমা, বিখ্যাত ত্রিলোক চরাচরে ।