পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ya অদ্ভুত রামায়ণ । পরমেষ্টি বর বলে, স্বর্গমর্ত্য রসাতলে, রাবণে সকলে ভয় করে ॥১২ এক দিন সে রাবণ, ত্যজি লঙ্কানিকেতন, উপনীত দণ্ডক কাননে । তেজেতে তপন মত, তপস্বী ব্রাহ্মণ যত, দেখি দুরাচার ভাবে মনে ॥১৩ এই সব ঋষি চয়, যদ্যপি না করি জয়, তবে কিসে ভুবন বিজয়ী । কিন্তু এ সবারে নাশ, করিতে না হয় আশ, পাছে দূরদৃষ্ট ভাগী হই ॥১৪ এইৰূপ ভাবি মনে সম্বোধিয়া মুনিগণে, কহিল রাক্ষস দুরাশয় । প্রকাশিয়া নিজ বল স্বৰ্গ মর্ত্ত্য বসাতল, এই আমি করিয়াছি জয় ॥১৫ জয় দেহ মুনিগণ এতবলি দশানন, খরশর অগ্রভাগ দিয়া । ব্রহ্মরক্ত তপস্বীর, মধ্যে খুয়ে কলশীর, প্রস্থান করিল তাহ নিয়া ॥১৬