পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতার জন্ম ৭ "> প্রিয় কান্ত মন্দোদরী, তাহরে অপর্ণ করি, কহিলা করিয়া সাবধান । ঋষিরক্ত ইহ হয়,বিষ হৈতে বিষময়, ইহা না করিবে দান পান ॥১৭ পতির শুনিয়া বাণী, মন্দোদরী পাট রাণী, রাথিল রুধির সযতনে । ত্রিলোক করিয়া জয়, নিশাচর দুরাশয়, ভমে সদ। হরষিত মনে ॥১৮ অতি মনোহর স্থল, মেরু বিন্ধ্য হিমাচল, আর আর যত ধরাধরে । দেবাসুর সুতগণ, সুখে করি আহরণ, অনঙ্ক প্রসঙ্গে কাল হরে ॥১৯ দেখিয়া পতির গতি, মন্দোদরী নারী সতী, প্রাণ ত্যাগ সংকণপ করিয়া । ক্রোধে হয়ে হত জ্ঞান, সেই রক্ত কৈলা পান, আপনার উদর ভরিয়া । ২০ অমনি গর্ভেতে তার, মূর্ত্তিমতী অবতার, কমলা হইলা সেইক্ষণে । \b