পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ অদ্ভুত রামায়ণ ৷ নিশাচরী মন্দোদরী, গর্ভ নিরক্ষণ করি, চিন্তিত হইল বড় মনে ॥২১ এ বাসে আমার পতি, বৎসরেক নাহি রতি, আমি সর্তী নারী গভর্বতী । কি করিব কোথা যাব, কিসে পরিত্রাণ পাব, হায় কি আমার হবে গতি ॥২২ তীর্থযাত্রা ছল করি, রথে চড়ি মন্দোদরী, কুৰুক্ষেত্রে গেলা তার পর । । গভ কৈলা আকর্ষণ, নাহি তার নিদর্শন, রাখিলেক মৃত্তিক ভিতর ॥২৩ সোতস্বর্তী সরস্বতী, তাহে স্নান করি সতী, নিবসতি আইলা আপন । গোপনে করিলা কর্ম্ম, কেহ ন বুঝিল মর্ম্ম, জ্ঞাত ইহা নহে কোন জন ॥২৪ কিছুদিনান্তর পরে, জনক যজ্ঞের তরে, সেই ভূমি করিলা কর্ষণ । কন্যা হৈল সমুথিত, প্রভাকর প্রভান্নিত, অপৰূপ ৰূপ সুদৰ্শন ॥২৫