পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○* অদ্ভুত রামায়ণ। দশ শত ফণী, করি ধারণা । আত পত্র তার নাহি তুলনা ॥১৬ নাগিনী ও নাগে, দাড়ায়ে আগে । কৃতাঞ্জলি করি করুণা মাগে ॥১৭ মনোহর বেশ, শ্রীদ্বীকেশ । হেরি বায়, সুত বিগত ক্লেশ ॥১৮ পুনর্ব্বার রাম, নীরদ শ্যাম । ধরিলা স্বৰূপ সুৰূপ ঠাম ॥১৯ ধনুশর করে, বিরাজ করে । চৰ জটাজুট মস্তকে ধরে ॥২০ সমীরণ সুত, মানি অস্তুত । কহিলেক আমি প্রেরিত দূত ॥২১ ঐীরাম চরণ, ভব বারণ । কবি সেন ভণে করি স্মরণ ॥২২ রামচন্দ্র হনুমানকে সাংখ্য যোগ কহেন । - মহাবীর হনুমান দেখি রাম ৰূপ। কল্পনা করেন মনে একি অপৰূপ ॥১