এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অস্তু তারামায়ণ। ব্রহ্মবাদী নাহি হন সংসারে আসক্ত । কহিতেছি তোমারে দেখিয়া অতি ভক্ত ॥১১ গুহ্য হৈতে গুহ্যতম ইহা অতিশয়। পরম দূর্লভ জ্ঞান নাহিক সংশয় ॥১২ ব্রহ্ম এক অদ্বিতীয় শুদ্ধ সনাতন । সূক্ষ্ম জ্ঞানময় সর্ব্ব পরম কারণ ॥১৩ কাল অগ্নি প্রকৃতি স্বৰূপ তেজোময় । বিশেষণ বিবজ্জিত বেদে ইহা কয় ॥১৪ এই বিশ্ব যেই ব্রহ্ম হইতে উদয় । জমিয়া পুনশ্চ সেই ব্রহ্মেতে বিলয় ॥১৫ প্রপঞ্চ মায়িক বিশ্ব সৃষ্টি তার বটে । ফলতঃ নাহিক মায়া তাহার নিকটে ॥১৬ আপনি সংসারী কভু নাহে সেই প্রভু । অন্যকে সংসার তিনি না করেন কভু ॥১৭ অনল অনিল শূন্য ধরা বারি প্রাণ। । চিত্ত ৰূপ রস শব্দ স্পর্শ আর ঘাণ ॥১৮ হস্তপদ আদি করি ওহে কপিবর। ইহাদের স্বৰূপ নহেন পরেশ্বর ॥১৯