পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাংখ্য যোগ কথন १४ প্রকৃতি পুরুষ এই পরমাত্মা নহে । কর্ত্ত নহে ভোক্ত নহে শাস্ত্রে ইহা কহে ॥২০ মায়া নয় প্রাণ নয়কিছু কিছু নয় । চৈতন্য স্বৰূপ নিরঞ্জন নিরাময় ॥২১ ছায় ও আতপ আলো আর অন্ধকার । পরস্পর লক্ষeেন মেলে যে প্রকার ॥২২ সেইৰূপ পরমাত্মা প্রপঞ্চ জগতে । সমভাব স্বভাবে না হয় কোন মতে ॥২৩ যাহাকে না জানি জব বিকৃত স্বভাব । শত শত জন্মে নাহি মোক্ষ হয় লাভ ॥২৪ বিকার বিহীন চিত্ত নিত্য সুখে মন । জীবন্মুক্ত যোগী ঋষি মুনি জ্ঞানীগণ ॥২৫ পরমার্থ আত্মাতে করেন দরশন । সদানন্দ শোকে লিপ্ত কভু নাহি হন ॥২৬ আত্মতত্ত্ব জ্ঞানহীন মনুষ্য সকলে । আমি কর্ত্ত আমি দুঃখী আমি সুখী বলে ২৭ নাহি পারে করিবারে আত্ম নিৰূপণ । কৃষ স্থল ইত্যাদি আত্মাতে নিৰূপণ ॥২৮