এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8 অস্তুত রামায়ণ । যেই কালে সর্ব্বভূতে আত্ম দৃষ্টি হয় । । আত্মাতে পুনশ্চ দেখে সর্ব্বভূতময় ॥ ৪৭ ৷ আত্ম ভিন্ন বিশ্ব মধ্যে দৃশ্য কিছু নয় । । সেই কালে হয় তত্ত্বজ্ঞানের উদয় ॥ ৪৮ যেই কালে এই জীব হয়ে সমাহিত । ব্রহ্মজ্ঞান দ্বারা হন ব্রহ্মেতে মিশ্রিত । ৪৯ সেই কালে নাম ৰূপ করি পরিহার । বুল কপ হয়ে জীব করেন বিহার ॥ ৫০ কামনা কলাপ যেবা করে বিসজ্জন । , রম নিবৃত্তি প্রাপ্ত হয় সেই জন ।। ৫১ তাত্মা সত্য আর সব মিথ্যা যেবা ভাবে । সে হয় পরম সুখী জ্ঞানের প্রভাবে ॥ ৫২ জন্ম জরা আদি করি ব্যাধি ষত হয় । ব্রহ্মজ্ঞান কেবল ভেষজ শাস্ত্রে কয় ।। ৫৩ নদ নদী যথা হয় সাগরে মিলন । জ্ঞানী সহ ব্রহ্মের সেকপ সংঘটন ॥৫৪ ব্রহ্ম এক সত্য আর মিথ্যা সমুদয় । । প্রপঞ্চ জগৎ ইহা কিছু কিছু নয় ॥৫৫