এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বহ্ম মাহাত্ম্য বর্ণন । সম্বোধিয়া পুনর্ব্বার,কহিলেন যোগ সার, মুক্ত যাহে সংসার বন্ধন ॥১ পরমাত্মা পরাৎপর; র্যাহা হৈতে চরাচর, এই বিশ্ব জগৎ উদিত । পুরুষ প্রধান হন, নিত্য সত্য সনাতন, কেহ নহে তাহারে বিদিত ॥ ২ নাশ শ্রীতি ওষ্ঠাধর, নয়ন বদন কর, চরণ বরণসুবিমল 1 অবিনাশি ঈশ্বরের, অংশকলা শরীরের, ব্যাপিয়াছে সমুদয় স্থল ॥৩ বিশ্বের গোচর নয়, বিশ্বাধার বিশ্বময়, শরীর ইন্দিয় নাহি তার । সর্ব্বময় অতীন্দুিয়, ব্যক্ত নয় অদ্বিতীয়, বিচিত্র স্বভাব সদাত্মার । ৪ পুরুষ প্রকৃতি সঙ্গে, সংযোগ হইয়া রঙ্গে, ক্রমে সৃষ্টি হয় চরাচর । মহত্তত্ত্ব অহঙ্কার, অন্তরাত্মা জীব আর, এসব প্রভাব পর পর 11 ৫