পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧ ઝ অস্তুত রামায়ণ । কালেতে সৃজন হয়, কালেক্ষে আবার লয়; সমুদয় কালের অধীন । । করিতে কালেরে বাধ্য,নাহিক কাহারে। সাধ্য, কালের অধীন চিরদিন ।। ৬ ইন্দ্রিয় প্রধান মন, কহেন পণ্ডিতগণ, তদপেক্ষ শ্রেষ্ঠ অহঙ্কার । তারপর মহত্তত্ত্ব, পশ্চাৎ প্রকৃতি তত্ত্ব, সবার প্রধান বিশ্বাধীর । ৭ আমি সেই বিশ্বপতি, সকল জীবের গতি, আমা হৈতে শ্রেষ্ঠ কেহ নাই । মমতভূ জানে যেই, পরম পবিত্র সেই, স্বৰ্গ উপসর্গ তার ঠাই ।। ৮ আমার কটাক্ষ দৃষ্টি, মাত্র হয় বিশ্ব সৃষ্টি, - পুনর্ব্বার পালন সংহর । মায়াধীন আমি নয়,কিন্তু বটে মায়াময়, কর্ত্ত আমি কাল সহকার । ৯ স্ত্রীরাম চরিতামৃত, মহর্ষি বাল্মীকি কৃত, সুললিত বিদিত ভূতলে।