* s*ाग्न \O অনুক্রমণিকা স্বৰূপ বর্ণন হেতু তাহাকে সাধনাধ্যায় কহ। যায় । আর চতুর্থাধ্যায়ে মুক্তি ফলের বিচার বিদ্যমান থাকাতে তাহাকে ফলাধ্যায় বলিয়া স্বীকার করা যায় । ৪ । পূর্ব্বোক্ত অধ্যায় সকলের প্রত্যেকেতে চারি চারিট পাদ আছে । তাহার মধ্যে প্রথম,সমন্বয়াধ্যায়ের প্রথম পাদে সুস্পষ্ট ব্রহ্ম বোধক শ্রুতি বাক্য সকলের অন্বয়, এবং দ্বিতীয় পাদে উপাস্য ব্রহ্ম বাচক অস্পষ্ট শ্রুতি বাক্য সমুহের অন্বয়, ও তৃতীয় পাদে জ্ঞেয় ব্রহ্ম প্রতিপাদক অস্পষ্ট শ্রুতি বাক্য সকলের অন্বয়, আর চতুর্থ পাদে অব্যক্তাদি সন্দিগ্ধ পদ সমূহ মাত্রের সমন্বয় নির্ণীত আছে ৷ ৫ ৷ দ্বিতীয়, অবিরোধাধ্যায়ের প্রথম পাদে সাংখ্য, যোগ ও কাণদ প্রভৃতি বাদিলিগের স্মৃতি ও তকের সহিত বেদান্ত সমন্বয়ের বিরোধ পরিহার, দ্বিতীয় পাদে সাংখ্য প্রভৃতি বাদিদিগের মতের প্রতি দোষ কথন, তৃতীয় পাদে মহাভূত প্রতিপাদক বা জীব প্রতিপাদক শ্রুতি সকলের পরস্পর বিরোধ ভঞ্জন, চতুর্থ পাদে লিঙ্গ শরীর নির্ণায়ক শ্রুতি সমুদায়ের পরস্পর বিরোধ পরিহার বর্ণিত আছে ৷ ৬ ৷ তৃতীয়,সাধনাধ্যারের প্রথম পাদে জীবের পরলোক গমনাগমনের বিষয় বিবেচনা পূর্বক বৈরাগ্য নির্ণয়,দ্বিতীয় পাদে বিচার পূর্বক যুক্তি ও শ্রুতি প্রমাণ দ্বারা তৎ ও ত্বং এই উভয় পদের শোধন, তৃতীয় পাদে সগুণ বিদ্যাতে গুণের উপসংহার ও নিগুণ ব্রহ্ম বিদ্যাতে অপুনরুক্ত পদের প
পাতা:অধিকরণমালা.djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।