অনুক্রমণিকা 8 ১অধ্যায়ে ১পাদ র্যাবসান, চতুর্থ পাদে নিগুণ ব্রহ্ম জ্ঞানের বহিরঙ্গ সাধন আশ্রম যজ্ঞাদি ও অন্তরক্স সাধন শ্রবণ মননাদি নিৰূপিত আছে ৷ ৭ ৷ চতুর্থ ফলাধ্যায়ের প্রথম পাদে শ্রবণাদি সাধন অনুষ্ঠান সহকারে উপাসনা দ্বার সগুণ বা নিগুণ ব্রহ্মের সাক্ষাৎ অবগতি পূর্ব্বক জীবন্মুক্তি প্রাপ্ত কথন দ্বিতীয় পাদে বিশেষ বিশেষ মম মুদিগের প্রাণ বিয়োগের উত্তরকালে বিশেষ বিশেষ গতি নিৰূপণ, তৃতীয় পাদে সগুণ ব্রহ্মোপাসকদিগের উত্তরমার্গে গতি নির্ণয়, চতুর্থ পাদে নিগুণ ব্রহ্মোপাসকদিগের নির্বাণ মুক্তি ও সগুণ ব্রহ্মোপাসকদিগের লোকা স্তর গমন বিবৃত আছে, এই প্রকারে সমুদায় গ্রন্থের তাৎপর্য সংক্ষেপে উক্ত হয় । ৮ । * প্রতি অধিকরণে পূর্বোক্ত শাস্ত্র, অধ্যায়, এবং পাদ এই তিনের তাৎপর্য অবগত হইয়া বিষয় বিবেচনা সহকারে সঙ্গতি নির্ণয় করিয়া পূর্ব্বাপর আলোচনা করিলে পশ্চাৎ আক্ষেপ, দৃষ্টান্ত, প্রত্যুদাহরণ এবং প্রাসঙ্গিক প্রভৃতি অবান্তর সঙ্গতি সকল স্থিরীকৃত হুইবেক । ৯ । পূর্ব্বাধিকরণের সিদ্ধান্তের যুক্তি ও উত্তরাধিকরণের পূর্ব্বপক্ষের যুক্তি সকল আলোচনা করিলে আক্ষেপ প্রভৃতি অবাস্তর সঙ্কতি সকল যোজনা করিতে সুলভ হইবেক । ১০ ।
পাতা:অধিকরণমালা.djvu/৩২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।