পাতা:অধিকরণমালা.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇ প্রথমাধ্যায়ে দ্বিতীয় পদ প্রথমাধিকরণ ছান্দোগ্য উপনিষদের তৃতীয় অধ্যায়ে শাণ্ডিল্য বিদ্যাতে উক্ত হইয়াছে, যিনি মনোময়, ও প্রকাশ স্বৰূপ, এবং প্রাণ র্যাহার শরীর, ভিনিষ্ট উপস্য । এ বাক্যের প্রতিপাদ্য জীব কি ঈশ্বর ১ এইৰূপ সনেদহ হইলে প্রথম তঃ জীবকেই উপাস্য ৰূপে নির্দিষ্ট করা যায়, যে হেতু মনের বিকাররূপ সম্বন্ধ জীবেতেই সুসঙ্গত হয়, আর মনঃ প্রাণ বজি ভ ঈশ্বরেতে তাহা সঙ্গত হয় না, এবং হৃদয়ে অবস্থিতি ও অণু পরিমাণত্ব কখনই ঈশ্বরেতে সস্তুত নহে, সুতৰাং এস্থলে স্ত্রীবই উপাস্য । ইহা পূর্ব্বপক্ষ । উক্ত পূর্ব্ব পক্ষের দোষ সকল নিরাকরণ পূর্ব্বক সিদ্ধান্ত করিতেছেন, *এই সমুদায় জগৎ কেবল ব্রহ্ম মাত্র এই প্রকার সম বিধি পর পূবা বাক্যেতে উক্ত যে পরব্রহ্ম তিনিই উপাস্য, তাহাতে মনোময় প্রভূতি বিশেষণ সকল অসম্ভূত নহে, যেহেতু সোপাধিক পরব্রহ্মেতেই উপাস্যৰূপে চিন্তা স্বারা \)