এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথমাধ্যায়ে চতুর্থ পাদ প্রথমাধিকরণ কঠোপনিষদের তৃতীয় বল্লীতে উক্ত হইয়াছে যে, মহ ক্তত্ত্ব অর্থাৎ বুদ্ধি সমষ্টি হইতে অব্যক্ত শ্রেষ্ঠ এবং অব্যক্ত হইতে পুৰুষ শ্রেষ্ঠ হরেন । এই বিষয় বাক্যেতে যে অ ব্যক্ত শব্দ আছে তাহাতে সাংখ্য শাস্ত্রোক্ত প্রধান অর্থাৎ প্রকৃতি উক্ত হয়,কি কারণবস্থাপন্ন এই স্থূলশরীর কথিত হয়? এই প্রকার সন্দেহ উপস্থিত হইলে প্রথমতঃ বোধ হয় যে এ স্থলে অব্যক্ত শব্দে সাংখ্য শাস্ত্রোক্ত প্রধানই কথিত হইয়াছে, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে,এ স্থলে পূর্ব্বোক্ত প্রকার স্থূল শরীর অব্যক্ত শব্দের বাচ্য इज्ञ, নতুবা পূর্ব্বাপর শ্রুতির বিরোধ কোন প্রকারে নিবারিত হইতে পারে না, কিন্তু শ্রুতির সমন্বয় করা সমুদায় বেদান্তের তাৎপর্য্য হইয়াছে ৷ ১ ৷