পাতা:অধিকরণমালা.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় 8°C) ১ পাঙ্গ সপ্তমাধিকরণ পরমেশ্বর কোন কোন জীবকে বৈরাগ্য না দিয়া তাহার হিত না করেন, কাহাকেও বা অধর্ম্ম দিয়া তাহার অহিত করেন । ফলতঃ জীবের সহিত তাহার অভিন্নতা আছে,সুতরাং তাহাতে আপনারই হিত না করা ও অহিত করা ৰূপ দোষ তাহাতে উপস্থিত হইল, ইহা পূর্ব্বণক্ষ । ইহার সিদ্বান্ত এই যে ঈশ্বর সর্বজ্ঞ, সুতরাং তিনি জীবের মিথ্যা সংসারিত্ব এবং আপনার নিলেপত্ব জানেন অতএব তাহাতে কোন দোষ স্পর্শে না । ৭ । C. অষ্টমাধিকরণ পরব্রহ্ম একমাত্র অদ্বিতীয় । অতএব তাহা হইতে এই নানা বিধ আকাশাদির সৃষ্টি সম্ভব হয় না যেহেতু প্রত্যক্ষ দৃষ্ট হইতেছে যে দুগ্ধ হইতে দধি হয় তৎ ব্যতীত তাহা হইতে তৈলাদি উৎপন্ন হয় না, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে, যদিও পরবন্ধ অদ্বৈত বটেন কিন্তু শ্রীতি, যুক্তি ও অনুভবদ্বারা তাহার অবিদ্যা সহায়ত্ব নির্ণয় করা যায়, সেই মায়াসত্ত্বেও তিনি সদ্বিতীয় হয়েন না যেহেতু মায়ার স্বৰূপ মিথ্যা । অতএব বন্ধ এক হইলেও অ বিদ্যাকে সহায় করিয়া এই নানা কার্যের কারণ হয়েন ইতি । ৮ ।