পাতা:অধিকরণমালা.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*২ অধ্যায় 8(t ১ পাম একাদশাধিকরণ পরমেশ্বর নিত্য তৃপ্ত আনন্দস্বৰূপ হয়েন ইহা শ্রুতিতে উক্ত হইয়াছে । কিন্তু তাহার সৃষ্টি বিষয়ক ইচ্ছা স্বীকার করিলে নিত্য তৃপ্তির ব্যাঘাত হয় এবং ইচ্ছার অস্বীকার করিলে অবুদ্ধি পূর্ব্বক রচনা করাতে তাহার উন্মত্ত তুল্যতা হয়,ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে, যেমন কোন প্রয়োজন ব্যতীত মৃগয়াদি লীলাতে ও নিশ্বাস ব্যবহারেতে এবং ব্যর্থ চেস্টাতে বুদ্ধিমানদিগেরও প্রবৃত্তি হয়, তদ্রুপ মিত্য তৃপ্ত ঈশ্বরও প্রয়োজন ব্যতিরেকে অশেষ জগৎ উৎ পম করেন । ১১ ৷ க_ দ্বাদশাধিকরণ ঈশ্বর দেবতাদিগকে অত্যন্ত সুখী করিয়া সৃষ্টি করিয়া ছেন ও পশুদিগকে অত্যন্ত দুঃখী করিয়া উৎপন্ন করিরাছেন এবং মনুষ্যদিগকে মধ্য অবস্থার সৃজন করিয়াছেন,অতএব র্ত{হাতে বৈষম্য দোষ হয় এবং তিনি এই জগৎকে যে সংহার করেন ইহা অতি গৰ্হিত কর্ম্ম, অতএব তাহাতে তাহার প্রতি নৈর্ঘণ্য দোষ হয়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই দে,প্রানিদিগের স্বকৃত উত্তম ধন মধ্যম কর্ম্মই তাহারদিগের সুখ দুঃখের কারণ,ঈশ্বর তাছাতে নিমিত্ত মাত্র হয়েন, আর ঈশ্বর যে জগৎকে সংহার করেন তাহা জীবদিগের দুঃখ জনক নহে বস্তুত তাহ সুখ জনক, অতএব ঈশ্বরেতে কোন দোষ সম্পর্শে না । ১২ 1