পাতা:অধিকরণমালা.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)8S הזהיא 3 ত্রয়োদশাধিকরণ যে কারণ কার্য ৰূপে পরিণত হয় তাহার নাম প্রকৃতি, যেমন ঘটের প্রকৃতি মৃত্তিক ও মৃত্তিকার বিকার ঘট । সেই প্রকৃতিত্ব সগুণ বস্তুতেই দেখা যায়, নিগুণের তাহা সম্ভব হয় ন সুতরাং নিগুণ ব্রহ্মের জগৎ প্রকৃতিত্ব না হউক,ইহা পূবর্ণপক্ষ । ইহার উত্তর এই যে যদিও কার্য্যৰূপে পরিণত কারণকে প্রকৃতি বলা যায় বটে কিন্তু সেই পরিণাম দুই প্রকার যথা পরিণাম ও বিবর্ত্ত, দুগ্ধ যে দধি হয় তাহাকে পরিশাম বলে এবং রজ্জ কে যে শপ বোধ হয় তাহার নাম বিবপ্ত, অতএব নিৰ্গুণ ব্রহ্মের পরিণাম সম্ভব না হইলেও বিবর্ত্ত ৰূপে প্রকৃতিত্ব সম্ভব হয় । ১৩ । ইতি দ্বিতীয়াধ্যায়ে প্রথম পাদ ।