এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২ অধ্যায় (t) ২ পাঙ্গ দোষের পরিহার কর তাছা হইলে তুমি যে উপাদানবাদ না মানিয়া কেবল নিমিত্তত্ববাদ স্বীকার কর, তাহা পরিত্যাগ করিতে হয় ৷৷ ৭ ৷৷
- em
অষ্টমাধিকরণ পঞ্চরাত্র ভগবদুপাসকের বলে, যে এক মাত্র ভগবান বাসুদেব জগতের উপাদন এবং নিমিত্ত উভয় কারণ হয়েন, তাহার আরাধনাতেই মুক্তি হয়, তাহা হইতে সঙ্কর্ষ' শাখ্য জীব, জীব হইতে প্রছমুখ্য মন, মন হইতে অনিরুদ্ধাখ্য অহঙ্কার উৎপন্ন হয়, ইহারদিগকেচারি ব্যুহ বলে, এই চারি ব্যুহ দ্বারা সমুদায় জগৎ ব্যাপ্ত আছে, ইহা পূর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে পূর্ব্বোক্ত বাসুদেব ও তদারাধনাদি শ্রুতির অবিরোধি হেতু স্বীকার করি, কিন্তু তাছাতে জীবের উৎপত্তি যে উক্ত হইয়াছে তাহ অন্যায্য, যে হেতু তাহা স্বীকার করিলে কৃত নাশাদি দোষ অঙ্গীকার করা হয়, অতএব জীবের উৎপত্তি স্বীকার্য্য নহে ॥৮৷৷ ইতি দ্বিতীয়াধ্যায়ে দ্বিতীয়পাদ ।