পাতা:অধিকরণমালা.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २ पछ४miग्न @N) o citи পত্তি শ্রুত হইয়াছে ইহাকে গৌণ বলিতে হইবে, কারণ ছন্দোগ্য উপনিষদে সৃষ্টি প্রকরণে কেবল অগ্নি জল অন্নের উৎপত্তি উক্ত হইয়াছে, বৃহদারণ্যকে বায়ুর উৎপত্তি নিষিদ্ধ আছে অতএব বায়ু নিত্য ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে ছন্দোগ্যে বায়ুর জন্ম অশ্রুত হইলেও তৈত্তিরীয় শ্রুতির সহিত একবাক্যতা হেতু তাহার জন্ম স্বীকার করিতে হয় অতএব বৃহদারণ্যক শ্রীতিকে গৌণ বলা যায় সুতরাং স্বৰূপতঃ বায়ু উৎপন্ন হয় ৷ ২ ৷৷ نے سے مسح --محمح= তৃতীয়াধিকরণ - ছান্দোগ্য উপনিষদে উক্ত হইয়াছে যে, হে প্রিয় শিষ্য! এই জগৎ উৎপত্তির পূর্ব্বে কেবল সৎ মাত্র বর্ত্তমান ছিলেন, এই বিষয় বাক্যেতে যে সৎ শব্দ আছে সেই সদ্ধপ ব্রহ্ম জন্মবান হয়েন, যে হেতু আকাশাদি সমুদায় কারণই জন্ম বিশিষ্ট দেখা যায়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে সন্দ্রপ ব্রহ্ম জন্য নহেন যেহেতু তাহার কোন কারণ দেখিতে পাওয়া যায় না এবং তাহা হইতেই সকলের উৎপত্তি প্রতীত হইতেছে ॥৩৷৷ চতুর্থাধিকরণ ছান্দোগ্য উপনিষদে ব্রহ্ম হইতে তেজের উৎপত্তি উক্ত হইয়াছে কিন্তু তৈত্তিরীয় উপনিষদে বায়ু হইতে তেজের জন্ম.কথিত আছে তাহাতে বায়ুর অনন্তর তেজের