২ অধ্যায় ○(。 so effw রীয় শ্রুতির সহিত একবাক্যতাতেও তাছাই বোধ হয়, আর কার্য্য কারণ ৰূপ শস্য ও পৃথিবীর অভেদ স্বীকার করিলেও তাহা সিদ্ধ হয় ৷ ৬ ৷৷ সপ্তমাধিকরণ পূর্ব্বোক্ত অধিকরণ সকলেতে পূর্ব্ব পূর্ব্ব কার্যোপাধিক ব্রহ্ম হইতে উত্তরোত্তর কার্যের উৎপত্তি ৰূপ ষে সিদ্ধান্ত করা হইয়াছে তাহ অযুক্ত, যেহেতু ব্রহ্ম নিরপেক্ষ কেবল আকাশাদি হইতে উত্তরোত্তর কার্ষ্যোৎপত্তি শ্রুতিতে স্পষ্ট প্রতীতি হইতেছে, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে অন্তর্যামি প্রতিপাদক বাক্যেতে আকাশাদির স্বতন্ত্র শক্তি নিবারণ পূর্ব্বক ব্রহ্ম সাপেক্ষত্ব উক্ত হইয়াছে এবং ব্রহ্ম নিরপেক্ষ কেবল অচেতন আকাশাদির ঈক্ষণ পূর্ব্বক সৃষ্টিকর্তৃত্বত্ত সম্ভবে না সুতরাং পূর্ব পূর্ব্ব কার্যোপীধিক ব্রহ্ম হইতে উত্তরোত্তর কার্য্যের উৎপত্তি সিদ্ধ হইল ॥৭ ৷৷ অষ্টমাধিকরণ আকাশাদি উৎপত্তির যেৰূপ ক্রম উক্ত হইয়াছে’ লয়েতেও’সেইৰূপ ক্রম স্বীকার করা যায়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে লয় কালে সৃষ্টির বিপরীত, ক্রম অঙ্গীকার করিতে হয়; যেহেতু কারণ নাশের পরেতে আর কার্যের কিঞ্চিৎ কাল স্থিতি দেখিতে পাওয়া যায় না এবং পুরা
পাতা:অধিকরণমালা.djvu/৩৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।