পাতা:অধিকরণমালা.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ डाथ7ाँघ्न (tぐり ৩ পাদ' ণেতেও তাহাই প্রতিপাদন করিয়াছেন অতএব পৃথিব্যাদি ক্রমে লয় ইহা সিদ্ধ ৷৷ ৮ ৷৷ নবমাধিকরণ মুণ্ডক উপনিষদে উক্ত হইয়াছে যে এই ব্রহ্ম হইতে প্রাণ মন, সমুদায় ইন্দ্রিয় এবং আকাশ, বায়ু, জ্যোতি, জল ও জগতের আধার এই পৃথিবী উৎপন্ন হয়, এই শ্রুতিতে আকাশাদির পূর্বে প্রাণাদির উৎপত্তি উক্ত হওয়াতে পূর্ব্বোক্ত আকাশাদি সৃষ্টি ক্রম সম্ভবে না, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার উত্তর এই যে প্রাণ মনঃ প্রভৃতির ভেীতিকত্ব প্রযুক্ত তাহারা আকাশাদি ভূতেরই অন্তর্গত, সুতরাং তাহারদিগের উৎপত্তিক্রম পৃথক নহে, অতএব আকাশাদি यूकिकम अगडूङ नरश् ॥ २ ॥ দশমাধিকরণ স্বৰূপত জীবদিগের জন্ম মরণ আছে কি না ? এই বিষয়েতে উৎপত্তি ব্যবহার ও জাত কর্ম্মাদি শাস্ত্রীয় সংস্কার প্রমাণ থাকাতে আপাতত জীবের জন্ম মরণ সম্ভব বোধ হয়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে জীবের জন্ম মরণ স্বীকার করিলে কৃতনাশ ও অকৃতাগম দোষ হয় এবং উপনিষদে দেহের জন্ম মরণ নিৰূপণ করিয়া জীবের তাহা নিরাকরণ করিয়াছেন অতএব স্বৰূপত জীবের জন্ম মরণ নাই ৷৷ ১০ ৷৷