৩ অধ্যায় ৬৭ ১ পাদ অর্থাৎ আকাশ হইতে বায়ু,বায়ু হইতে ধূম ইত্যাদি, অতএব আকাশ হইতে অবরোহী জীবের যে আকাশাদিতে গতি তাহাতে জীব আকাশাদির স্বৰূপই হয়, নতুবা তৎ কালে আকাশ হইতে পৃথক হওয়া সম্ভব হয় না,ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে জীবের আকাশাদি স্বৰূপ হওয়া কোন মতেই সস্তুত নহে, তবে আকাশ প্রাপ্তির অর্থ এই যে আকাশের ন্যার স্বক্ষ ৰূপ প্রাপ্তি হয় ৷৷ ৪ ৷৷ পঞ্চমাধিকরণ স্বৰ্গ হইতে অবতরণ কালে স্বৰ্গ, বৃষ্টি, পৃথিবী, পুরুষ ও ঘোষিও এই পাচেতে ক্রমে ক্রমে আগত হইয়া জীব জন্ম গ্রহণ করে, ইহার মধ্যে স্বর্গ ও বৃষ্টিতে জীবের স্থিতি কালে ত্বরা বা বিলম্বের উক্তি না থাকাতে সে স্থানে তদ্বিষয়ের অনিয়ম বলা যায়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে পৃথিবী প্রাপ্তি অর্থাৎ শস্য ভাবাপত্তি বলিয়া, ইত্যাদি হইতে নির্গত হওয়া কষ্টসাধ্য ৰূপে শ্রুতুিতে নির্দেশ থাকাতে সুতরাং শস্যাদি ভাবাপত্তিতে বিলম্ব এবং স্বর্গ ও বৃষ্টিতে ত্বরা ইহা নির্দেশ করা श्शेप्लांट्झ 11 6 11 ষষ্ঠাধিকরণ স্বৰ্গ হইতে জন্ম গ্রহণ কালে আকাশাদিতে, সংশ্লেষ মাত্র উক্ত হইয়াছে কিন্তু শস্যাদিতে তাহা উক্ত হয় নাই
পাতা:অধিকরণমালা.djvu/৩৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।