ፃ¢ ७ श्रृंफ्र זוזנאא"א হেতু তত্ত্বর কোন নিয়ামক নাই, ইঙ্গ পুর্বপক্ষ। ইহার সিদ্ধান্ত এই যে উক্ত চারি প্রকারই তাহাতে সম্ভব হয়, সুতরাং চারি প্রকারই ব্রহ্ম দৃষ্টির হেতু হইল, অতএব পৃথকু ফল কম্পনীয় নহে, সুতরাং অক্ষরই উদগীর্থ हेङ् निक्कै इङ्ग्रेक्ष | 8 । পঞ্চমাধিকরণ ছান্দেীগ্য ও কণু শাখাতে যে প্রাণ বিদ্যা আছে, তাহাতে কতকগুলি অতিরিক্ত গুণ উক্ত হইয়াছে, কিন্তু ঐতরেয়ক ও কোশীতকিতে তাহা উক্ত হয় নাই, তাহাতে ত্রবংশব্দ দ্বারা অন্যান্য শাখার গুণ সকল পরামৃষ্ট হইয়াছে, অতএব অমুক্ত গুণ উপসংহার করা বিধেয় নহে, ইহ পুর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে, উক্ত গুণের ন্যায় অনুক্ত গুণ সকলও এবংশব্দ দ্বারা গৃহীত হয়, যেহেতু গুণি প্রাণ দ্বারা গুণ সকল বুদ্ধিস্থ হইতে পারে, অতএব অমুক্ত গুণ সকলের উপসংহার কর্ত্তব্য। ৫ । ষষ্ঠাধিকরণ তৈত্তিরীয় উপনিষদে পরব্রহ্ম বিদ্যাতে যে অনন ও সত্যত্বাদি পরব্রহ্মের গুণ সকল উক্ত চুইয়াছে, তাহা ঐ তত্নৈয়কের উক্ত বিদ্যাতে উপসংহার কর্ত্তব্য নছে, ষেহুেভু তাহার ব্যবস্থা সম্ভব হয়, ইহা পূর্ব্বপক্ষ। ইহার সিদ্ধান্ত এই যে প্রতিপত্ত্বি বিধায়ক আনন্দাদি গুণের ব্যবস্থা যুক্ত
পাতা:অধিকরণমালা.djvu/৩৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।