পাতা:অধিকরণমালা.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধীয় Ե"ծ ভেদ আছে বটে, তথাপি ব্রহ্মবিদ্যার স্বত্যর্থবাদ প্রযুক্ত তাহাঁর উপসংহার কোন প্রকারে দুয়ানছে । ১৫ । هیستانسیس-سسساحبسته পঞ্চদশাধিকরণের দ্বিতীয় বর্ণক উক্ত শাট্যয়ন শাখতে প্রতিপাদিত বাক্যের অর্থ চালন মাত্র তাছা পরিত্যাগাষ্ঠ নহে, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে, বাক্য শেষেতে অন্য ব্যক্তি কর্তৃক স্বীকার ব্যক্ত থাকতে পরিত্যাগার্থ ব্যতিরেকে তাহ স ম্ভব হয় না, অতএব এস্থলে স্বকৃত দুষ্কৃতের পরিত্যাগার্থই । স্বীকার করা কর্ত্তব্য । ১৫ । میج مسہ مبامسمصمسء ষোড়শাধিকরণ পূর্ব্বাধিকরণে উক্ত হইয়াছে যে, স্বকৃত দুষ্কৃত পরি. ত্যাগ তাহ ব্রহ্মলোক গমনের পথ মধ্যেই হইয়া থাকে, ইহ পূর্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে, মরণের পরে ব্রহ্ম প্রাপ্তি হইবার পূর্বে পথ মধ্যে স্বকৃত দুষ্কৃত পরিত্যাগ হওয়া অসম্ভব যেহেতু তখন ত্যাগের সাধন শরীর থাকে না এবং তাণ্ডি শ্রীতিতে তাহ ব্যক্তই আছে, অতএর মরণের পূর্ব্বে ব্রহ্ম সাক্ষাৎকার হইলেই স্বকৃত ছুস্কৃত পরিত্যাগ হয় । ১৬। അങ്ങജ്ഞ সপ্তদশাধিকরণ ৰক্ষ্যমাণ চতুর্থাধ্যায়ের তৃতীয়পাদে উক্ত সগুণ-ত্রঙ্গোপীসক দিগের যে, আর্টিরাদি মার্গ উক্ত হইয়াছে,