* 3 অধ্যয় S8 8 *Աթ ইহ পূর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে আশ্রম নিরপেক্ষ জপাদি কর্ম্মের চিত্তশুদ্ধি জনকত্ব হেতু রৈক্ক গার্গ্যাদির ন্যায় অনাশ্রমিরও জ্ঞান সম্ভব হয়, তবে যে আশ্রম কথন তাঙ্ক। কেবল অতিশয়ার্থ মাত্র ॥ ৯ ॥ দশমাধিকরণ ! যেমন ইচ্ছাবশতঃ পূর্ব্বপূর্ব্ব আশ্রম হইতে উত্তরোত্তর উৎকৃষ্ট আশ্রমে আরোহণ হয়, তদ্রুপ রাগ বশতই হউক বা পূর্ব্বধর্ম্মশ্রদ্ধাবশতই হউক উৎকৃষ্ট আশ্রম হইতে পূর্ব্বাশ্রমে অবরোহণ হয়, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে রাগ অতি নিষিদ্ধ কার্য্য এবং উৎকৃষ্ট আশ্রমে গমন করিলে আর নিকৃষ্ট পূর্ব্বাশ্রমে শ্রদ্ধাও হয় না ও অবরোহুেরনিষেধ দুষ্ট হওয়াতে আরোহণই নিয়মিত হয় অতএব स्रद८ङ्ग fक नशे ! : ० ॥ একাদ শাধিকরণ | উদ্ধরে তা নামক আশ্রমি ব্যক্তি পুনর্ব্বার স্ত্রীসঙ্গ . জনিত আশ্রম ভ্রষ্ট হইলে তাহার প্রায়শ্চিত্ত আছে কি না, এইৰূপ সন্দেহে প্রয়শ্চিত্তের অদশন হেতু এবং গর্দভপশ্বালম্বনের ব্রতি বিষয়ত্ব প্রযুক্ত প্রায়শ্চিত্ত নাই, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার" উত্তর এই যে যেমন মধু মাংস ভক্ষণৰূপ উপপাতকের প্রায়শ্চিত্তানন্ত পুনঃ সংস্কার হয় তদ্রুপ স্ত্রীসঙ্গ জনিত উপপাউচের প্রায়শ্চিত্তানম্বর পুনঃ সংস্কার হয়। ১১ : aعمحمامع عحبس محمامهای ع
পাতা:অধিকরণমালা.djvu/৪১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।