৩ অধ্যায় Ꮌ☾ ৪ গল্প দ্বাদশাধিকরণ । প্রায়শ্চিত্তানন্তর শুদ্ধ হইলে শিষ্টের। তাহার সহিত ব্যবহার করিবেন কি না, তা হাতে যখন পাপনাশ হইল । তখন তিনি ব্যবহার্য্য হইবেন নতুবা প্রায়শ্চিত্ত বৃথা হয়, ইহ পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে প্রায়শ্চিত্ত দ্বারা পারলৌকিক শুদ্ধি হইলেও ঐহিক শুদ্ধি না হওয়াতে শিষ্টেরা তাহার সহিত ব্যবহার করিবেন না ॥ ১২ ॥ ত্রয়োদশাধিকরণ । _zজাববদ্ধোপাসনাতে স্বামীরই ফলশ্রবণহেতু যজমানই অনুষ্ঠাত, ঋত্বিক নহে, অতএব ফলভোগী যজমানই ধ্যাত, ইহ পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে বাক্যশেষে ঋত্বিকেরই উপাসকত্ব কথিত হওয়াতে এবং যজমানের অশেষ কর্ম্ম সাধনার্থ ঋত্বিক বেতন গ্রহণ করাতে তদনুষ্ঠিত কর্ম্মের ফল যজমানেরই হইয়া থাকে অতএব উপাসন। ঋত্বিকেরই কর্ম্ম ইতি ॥ ১৩ ৷ চতুর্দশাধিকরণ । s কহোল ব্রাহ্মণে উক্ত হইয়াছে যে পরব্রহ্মের জ্ঞান লাভার্থে উপনিষৎ তাৎপর্য্য জ্ঞান পুর্ব্বক বাল্য অর্থাৎ রাগদ্বেষ শূন্য হইয়া মৌনাবলম্বন । এস্থলে বিধি না থাকাতে মেীনত্ব বিধেয় নহে, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে পাণ্ডিত্য শব্দ ও মুনি শব্দ একার্থ বাচক, সুতরাং একত্রে উভয় পদ প্রয়োগ নিরর্থক হয় বলিয়া নিরস্তুর জ্ঞান. নিষ্ঠ
পাতা:অধিকরণমালা.djvu/৪১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।