S I 8 অনুক্রম সিন্ধুকে বন্ধ করিয়া রাখা হইয়াছিল । তিনি ফণী কে বসিতে বলিয়া মণিকে ডাকিতে পাঠাইলেন । মণি আসিয়া দুয়ারে দাড়াইল, তাহ। দেখিয়া ফণা সুযোগ বুঝিয় বলিয়া উঠিল, “মেয়ের আসতে পাচ্ছেন না, আমি একটু উঠে যাই না হয় ?” তারাপদ বাবু বই হইতে মুখ না তুলিয়াই বলিলেন, “ন না, তুমি উঠে যাবে কেন ? মণি তে শিলং-এ সকলের সামনেই বেরুতে, তোমার সামনে বেরুতে তার যে কি আপত্তি তা বলতে পরিনি ৷ ” এ ক্ষেত্রে ফণা জিতিল, মণি হারিল ; কারণ তার পদ লা পৃ তখনই ডাকিয়া বলিলেন, “মণি তুই ঘরের ভিতরে অয় না ; ফণী বাপু ঘরের ছেলের মত হয়ে গেছেন তাকে লঙ্গি কিসের ?" মণি তাহার অঙ্গের মোট কাপড়খানা ভাল করিয়া জড়াচয়া, মাথার কাপড়ট দেড় হাত টানিয়া দিয়া ঘরের এককোণে আসিয়া দাড়াইল । সে অস্ফুটম্বরে বলিল, “কি বলছেন ?” কিন্তু তারাপদ বাবু তাহার কথা শুনিতে পাইলেন না । তিনি তখন জিজ্ঞাস করিলেন, “কিরে, এলি না ?” তখন মণি গলাট। এক ছাড়িয়া বলিল, “এই যে এসেছি ।” 曾 তারাপদ বাবু পুস্তক হইতে মুখ না তুলিয়াই বলিলেন, “লোহার সিন্ধুকের ভেতর থেকে পারসী পুথিগুলো নিয়ে আয় ।” মণি চলিয়া গেল এবং অল্পক্ষণ পরে এক রাশি লাল থেরুয় বঁধি পুথি লইয়। আসিয়া ফণী যেখানে বসিয়াছিল তাহার তিন হাত তফাতে রাখিয়া দিল । শব্দ শুনিয়া মুখ তুলিয়া তারাপদ বাবু দেখিলেন যে, পুথিগুলা অনেক দূরে আছে আর ফণী তন্ময় হইয়া মণির দিকে চাহিয়া আছে। তিনি বিরক্ত হইয়া মণিকে বলিলেন, . “পুথিগুলো 守。 பி. 5
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।