4. t অনুক্রম رما و ن: ছোল ভাজ কসমের লোক, চাউনির চোটে সম্মুখ দিয়ে চলবার জে নেষ্ট " অনুপম বিস্মিত হইয়া মণির মুখের দিকে চাহিয়া বলিল, “ছি, ছি, ও কি কথা বলছ, মণি ? ফণীবাবু অতি ধীর শান্ত ভদ্রলোক, তিনি সাহিত্যসেব করেন, লক্ষ্মেীয়ের নবাব বংশের ইতিহাস ভিন্ন অদ্য চিন্তু তার নাই ।” মণির মুখ দিয়া একটা কড়া কথা বাহির হইতেছিল, সে অনেক কষ্ট্রে রাগ চাপিয়া বলিল, “তাহলে মামাবাবুর মত তুমিও ঘুঘনিদান থেয়েছ মেড়া-দ। " মণি উত্তরের অপেক্ষ না করিয়ু রাগে গর গর করিতে করিতে চলিয় গেল। তথন অনুপম আবার শিলং-এর কথা ভাবিতে বসিল । ফণী জিতিল ; অনুপমের নির্ব দ্বিতার দোষে ও তারাপদ বাবুর সরল বিশ্বাসের জন্য ক্রমে সে মণির সহিত দু-একটা কথা কহিতে 6"করিল। আশাতীত পুরস্কার পাইয় ফণী অধ্যবসায়ের সহিত লক্ষ্মেীয়ের ইতিহাস শিখিতে আরম্ভ করিল। দীর্ঘকাল শিকার করিয়া ব্যাস্ত্র বুঝিয়াছিল যে ব্যস্ত হইলে শিকার পলাইবে, সেইজুৰ, সে মণির সহিত অতি সাবধানে কথা কহিত । তারাপদ বাবুর সম্মুখে ভিন্ন সে কখন মণির সহিত আলাপ করিতে চেষ্টা করিত না কিন্তু মণি তাহাকে দেখিলেই দেড় হাত ঘোমটা টানিয়া দিত। অনুপম কখনও তাহাদের ত্রিসীমানায় পদার্পণ করিত না, সে উপরের ঘরেই থাকিত এবং বাড়ীর মধ্যে কেবল মণির ' সহিত দু একটা কথা কহিত ।
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।