> etア তাই ক্রম ধারেন তাড়াতাড়ি বলিয়া উঠিল, “ও সকল কথা, আমাকে আর বলে কি হবে নিতাই বাৰু? আমি কতক কতক মণির মুখে শুনেছি ! আপনার মনে যখন অতু তাপ এসেছে, তখন ভগবান আপনাকে স্থমতি দিয়েছেন, এইবার আপনার দিন ফিরবে ।" নিতাই সবলে ধরেনের হাত ধরিয়া একখানা চেয়ারে বসাইয়। বলিল, “না, আপনি কিছুই শোনেননি ধীরেন বাবু-আমি জানি যে মণি কথন ও সে-কথা প্রকাশ করবে না । আপনি ভয়ত শুনেছেন ধে, আমি তাকে বাড়ী থেকে তড়িয়ে দিয়েছিলুম—তাকে রোজগার করে খেতে বলেছিলুম, ত কেবল এক ভাগের একভাগ—বাকী কথাট। আপনি শোনেননি-আমি জানি, মণ প্রাণ থাকৃতেও সে-কথা প্রকাশ করবে না। আজি বলি আপনি শুং ন—আজি আর মনের ভাব চেপে রাখতে পারছি না। বাপের কিছু পয়স ছিল, আর রংটা একটু ফরস ছিল সুতরাং লেখা পড়া ভদ্রত ব| সহবং না শিথে অল্প বয়সে মদট: গাজাট ধরেছিলুম। গলার আওয়াজটা মিষ্ট ছিল, সেই জন্য সখের থিয়েটারে অল্প বয়সেই নাম কিনেড়ি লুম। তবে গতিক দেখে শুনে বাপ-মা অল্প বয়সেই একটি বড় সড় দেখে বিয়ে দিয়েছিলেন । আমার শাশুড়ী ঠাকুরুণ কুলীনের মেয়ে, বীপের বাড়ীতে মুহুষ, তামীর পয়স আছে শুনে ইচ্ছে করে এই বানরের গলায় ঐ সূক্তে সমর্পণ করেছিলেন ।” - , ধীরেন এই সময় বলিয়া উঠিল, “তাতে আর কি হয়েছে, আমাদের হিদুর ঘরে আমন অনেকই হয়ে থাকে ।” নিতাইস্কুন্দর একটু হাসিয়া বলিল, “তার পর অনেক হয়েছে ধীরেন বাবু, আপনি এখনও কিছুই শোনেননি। ক্রমে শুধু খাটিতে নেশাট। জমতো না, দক্ষিণপীড়ার মুখুজ্জেদের বাড়ী কিঞ্চিৎ 'চাবুক অভ্যাস
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।