অনুক্রম \డి অনুপম কিছুমাত্র লজ্জিত না হইয়া বলিল, “ ব্যবহার কিছুমাত্র দোষের নয় মণি, আমার ব্যবহার পুরুযের যোগ্য ব্যবহার । যে দিন থেকে তোমায় প্রথম দেখেছি, সেই দিন থেকেই তোমাকে ভালবেসেছি। প্রথমে বুঝতে পারি নি মণি, যে তুমি আমার নয়নের তারা, পরে বুঝতে পেরেও তা মুখ ফুটে বলতে পারিনি । যে-দিন তুমি দাৰ্জিলিং ছেড়ে চলে এলে, সে-দিন আমার চোথে জুনিয়া অন্ধকার হয়ে গেল । তারপর পাগলের মত ছুটে বেরিয়ে পড়লুম । কাশীতে এসে তোমাকে পেয়ে এতদিন শাস্ত ছিলুম । ” মণি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল, “নেড়া-দা, আপনি জানেন যে, আমি আর একজনের স্ত্রী ।” "জানি মণি, স্বামীর সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক, তাও জানি । তোমার স্বামী তোমার সঙ্গে কি-রকম ব্যবহার করেছেন, ভগবান তাও আমাকে দেখিয়ে দিয়েছেন । হিন্দুর সমাজে তুমি সে হতভাগার স্ত্রী হতে পার কিন্তু ভগবানের কাছে সে তোমার কেউ নয় । ভগবানের চোখে তুমি আমার স্ত্রী ; কারণ, প্রথম থেকে আমি তোমাকে ভালবেসেছি, আমার যতদুর শক্তি, তত দূর চেষ্টা করে তোমার পায়ে কাটাটি পর্য্যস্ত বিধ তে দিইনি। চল মণি, আমার সঙ্গে চল, আমি খৃষ্টান হয়ে তোমায় বিয়ে করব । তোমার প্রতি হিন্দুসমাজের এই নিষ্ঠুর ব্যবহার আমি কখনও সহ করব না । আর তুমি ভিন্ন আমার জগং অন্ধকার । মণি, তুমি আমার দুনিয়া আলো করে থাকুবে চল ।” - মণি অনেকক্ষণ স্তম্ভিত হইয়া থাকিয়া বলিল, “ নেড়া-দা আপনি আমাকে ভালবাসেন, তা আমি জানি ; কিন্তু সে ভালবাসাটা আমার চোখের নেশা বলেই বোধ হয় । বিয়ে-ধাওয়া করে সংসারী হলে F. 8
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।