: 8 অতুক্রেম এ-নেশাটা কেটে যাবে। আপনি বাড়ী ফিরে যান । জেনে রাখবেন যে, সকল স্ত্রীলোক সমান হয় না—স্বামী পরিত্যাগ করলেই আর একজন পুরুষকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে না । আমার স্বামী যাই হোন, তিনি আমার স্বামী, আর এ-যাত্রায় তিনিই আমার একমাত্র স্বামী থাকৃবেন।” মণির কথা শুনিয়া হঠাৎ অনুপম স্থির হইয়া গেল। তাহার সমস্ত শরীর কপিতে ছিল। সে মনটাকে শক্ত করিয়া শরীর নিজের বশে আনিল । অনেকক্ষণ মণির মুখের দিকে চাহিয়া থাকিয়া সে বলিল, * মণি, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না । ” হঠাৎ মণির চোখ ফাটিয়া জল বাহির হইল। সে ধরা-গলায় বলিয়া উঠিল, “তবে তুমি আমাকে এ আশ্রয় ছাড়া করবে নেড়া-দা ?” অনুপম সেই রকম স্থিরভাবে বলিল, “ তুমি যেখানে যাবে আমাকে সেইখানেই যেতে হবে মণি । " “ত পারবে না, এখনও বলছি দেশে ফিরে যাও, নেড়া-দা । ” অনুপম কোনো কথা না কহিয়া নিজের ঘরে চলিয়া গেল ; মণি সেই খানেই দাড়াইয়া রহিল । অনুপমের কথা শুনিয়া মণির মাথা ঘুরিয়া গিয়াছিল। মামার আশ্রয়ে আসিয়া সে কতকটা শাস্ত হইয়াছিল, কিন্তু এখন সে বুঝিল যে, তাহাকে সে আশ্রয় পরিত্যাগ করিতে হইবে । চোখের জলে তাহার বুক ভাসিয়া গেল। সে ভাবিতে লাগিল, ভগবান কি সত্য সত্যই আছেন ? যদি তিনি থাকেন, তাহtহইলে যে দুর্বল, যে শক্তিহীন, তাহাকে তিনি সবলের হাতে এমন করিয়া পীড়িত হইতে দেন কেন ? দুর্ব্বলের কি আশ্রয় নাই ? সবলের অত্যাচারের কি কোনও প্রতিবিধান নাই ? তাহার স্বামী তাহাকে পরিত্যাগ করিয়াছেন বলিয়া পৃথিবীর সমস্ত
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।