অনুক্রম Y S > ছশ্চরিত্রা জেনেও প্রাণ দিয়ে ভালবেসেছিলুম। বুড়ে বাপের অনুরোধউপরোধ অগ্রাহ করে জীবনের সুখ শান্তির আশায় জলাঞ্জলি দিয়ে, আমাদের দেশের হিন্দুসমাজের মাথায় পদাঘাত করে আমার মনের সিংহাসনে সেই বেশ্বাকে কল্পনার বলে দেবী সাজিয়ে প্রতিষ্ঠা করেছিলুম। সেই ভুলের ফলট। এখন ভোগ কচ্ছি। বাড়ী ফিরে চলুন । বাঙ্গালী স্ত্রী স্বগের দেবী নয়, নরকের প্রেত। মণি দেবী নয়, পিশাচী । " সহসা উত্তেজিত হইয়া ধীরেশ বলিয়া উঠিল, “কি বলছিস নেড় ? মণির স্বামীর সম্মুখে এ-সব কথা কি বলছিস্ । ” অনুপম আরও উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, " ঠিক বলছি, আজ আমার মনে ও আত্মপ্লানি আরম্ভ হয়েছে । তুমি মণিকে বোনের মত ভালবাসতে, কিন্তু আমি মনে করেছিলুম যে, মণিকে না পেলে আমার জীবন অন্ধকার হয়ে যাবে । ” ধীরেশ ও অনুপম বুঝিয়ছিল যে, বৃন্দাবনে মণি নাই স্ব ভরাং তাহারা নিতাইকে সঙ্গে লইয়া দেশে ফিরিল । পথে এলাহাবাদ ষ্ট্রেসনে ধীরেশ মণির সন্ধান পাইল । একটি বুদ্ধ বাঙ্গালী পুলিস ইনস্পেক্টর বলিল যে, প্রায় দেড় মাস আগে একটি বাঙ্গালীর মেয়ে বাড়ী ছেড়ে পালিয়ে এসেছিল বটে । কিন্তু তার স্বামী তfঠারই সাহায্যে তাকে - এলাহাবাদ ষ্টেসন থেকে ধরে নিয়ে গেছে । পুলিস ইনস্পেক্টরটির নাম মৃত্যুঞ্জয় মিত্র । তাহাকে সঙ্গে লইয়| সকলে এলাহাবাদ ষ্টেসনে নামিয়া পড়িল । শেষ রাত্রিতে মণির গাড়ী যখন এলাহাবাদ ষ্টেসনে পেছিল, তখন ফণী আসিয়া মেয়ে-গাড়ীর দরওয়াজ খুলিয়া মণিকে বলিল, “ নেমে এস।”
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।