>之 。 অনুক্রম কিন্তু সে পিপাসার তাড়ন সহ কুরিতে ন পারিয়া সমস্তটাই পান করিয়া ফেলিল । રોઝ অনেক রাত্রিতে ফণী যখন একট। আলে। লইয়া আসিল, তখন মণি অচেতন হয় নাই কিন্তু তাহার দেহের বন্ধন শিথিল হইয়। আসিয়াছে । একট। প্রবল উত্তে জন৷ তাতার সমস্ত শরীর ক্রমশঃ অভিভূত করিতেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে তাঙ্গার অঙ্গের বন্ধন শিথিল হইয়া আসিতেছিল । ফণি আসিয়া তাহার অবস্থা দেখিয়। বলিয়া উঠিল, “ এই যে, ওষুধ ধরেছে । ” মণি দাতে দাত পিষিয়া বলিল, “ ধরেছে । ” মণির মুখের কথা শুনিয়া ফণী আবার ব্যান্ত্রের মূর্ত্তি ধারণ করিল। স্বরাপানে তাহার চোখ দুইটা লাল হইয়া উঠিয়াছিল । এখন যেন তাহু! বাহির হইয় পড়িতে লাগিল । তাহার উভয় পংক্তির দস্তু বিকশিত হইল । সে নিজের রং ফর্সা করিবার জন্য ষে রং মাখিয়াছিল, তাহ। জায়গায় জায়গায় ফাটিয়া গেল । তাহার পরিবর্তন দেখিয়া মণির মনের ক্ষণিক উত্তেজনা দূর হইয়া গেল । সে তাড়াতাড়ি উঠিয় বসিল । তাছ। দেখিয়া ফণী . হা-হা করিয়া হাসিয়া উঠিল । মণি শিহরিল । ফণী বলিয়া উঠিল, “দেখ, এ ওষুধে বশ হয় না এ-রকম মেয়ে মাহুষ দেখিনি, তবে তুমি যত শিগগির রঞ্জী হয়েছ, এত শিগগির কেউ রাজী হয় না । গোড়া থেকেই আমার উপর একটু নিম্রাজী ছিলে—না ? দেখ আমি প্রেমের বিশ্বকোয বিশেষ ; ও ছোড়াটা কি জানে—ও কি শিখেছে ? দেখ ভাই মণি, যখন রাজী চয়েছ, তখন আর দুঃখ দিও না । ওষুধ জোর
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।