পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রম » : ዓ বাড়ীতে গিয়েছিলুম। আমার প্রাণের বাদস যে মনিকদিন, তা ত সে জানে না । মাইরি ভাই, পীড়িতের জন্যে দেশ .ছড়ে কাশীতে পড়ে আছি । ঢের ঢের মেয়ে-মাখি দেখেছি, কি স্তু তোর মত মেয়ে-ম{হুষ দেখিনি । আর এক পাত্র থ1 ভাই । ” মণি বলিল, “অনেকদিন অভ্যাস নেই কি না, তাই গলাট একটু জাল করছে ৷ ” সহসা ব্যাঘ্র লম্ফ দি ধু শিকারের উপরে পড়িল । ফণী যে এরূপ ভাবে তাই কে আক্রমণ করিবে, মণি তাহা বুঝিতে পারে নাই । সে তখন উপায়া স্তুর না দেখিয় ফণীর পৃষ্ঠে দংশন করিল। মদ্য পান করিয়া মণির দেহে বল ফিরিয়া আসিয়া ছিল । তাহার সবল দংশনে প্রেমের বিশ্বকোয ফাটিয়া রক্ত বহির হইল । ফণী প্রথমে আতুরোধ, পরে মিনতি, অবশেষে উচ্চৈঃস্বরে ক্রন্দন করিতে আর স্থ করিল । কিন্তু সে কোনমতেই মণিকে ছাড়াইতে পারিল না । তুল-ঘরের চারিদিকের BBBB B BBBB BB BBBS BB BBBB BBBST B BBBB BBBBB লোক ভিতরে আসিবার উপায় ছিল না। যাতনায়ু অধীর হইয়। সে মণির সঙ্গে ঘরের চারিদিকে ছুটিয়৷ বেড়াইতে আরম্ভ করিল। একবার সে একট। জানালার কাছে গিয়া পৌছিল। জানালাট খোল ছিল । ফণী প্রাণের দায়ে জানালার উপর উঠি বার চেষ্টা করিল। মণি তা বুঝিয়া ৮িল দিল । ফণী জানালার কাছে গিয়। চীংকার করিয়! লোক ডাকিতে লাগিল । তখন মণি তাহার দেহের সমস্ত বল দিয়া ফণীকে নীচে ফেলিয়া দিল । তাহার পরে কি হঠল, তাহা মণি বলিতে পারে না । তাঙ্গার জ্ঞান হইল মহকুমার তাজতে । যখন তাহার জ্ঞান হইল, তখন সে মনে করিল যে, ফণী মরিয়াছে এবং তাহার র্যাসী হইবে । সে মরিলে সকল আপদ শেষ হইবে, এই ভাবিয়া সে নিশ্চিষ্ট হইল ।