డి 6 অতুক্রেম ধীরেশ পথের দিকে চাহিয়া দেখিল যে, দারগঞ্জের সেই ধূলান্ডর পথে তাহদের পৈতৃক বিশ্বনাথ খুড়া দণ্ডায়মান। খুড়ার তাম্ৰকুটলোলুপ দৃষ্টিট। নিতাই সুন্দরের পরিত্যক্ত গৌড়িয়ার উপরে নিবদ্ধ ছিল । তাহা দেখিয়া নিতাই সুন্দর বৃদ্ধকে আহবান করিয়া ভিতরে আনিলেন । সেই অবসরে সিগারেটের বাক্সট যথাস্থানে অর্থাৎ অনুপমের পকেটে প্রবেশ করিল । মণি আর এক কলিকা তামাক সাজিয়া আনিয়া খুড়ার পদ প্রাস্তে কলিকাটা রাখিয়া টিপ করিয়া একটা প্রণাম করিল। খুড়া অন্যমনস্ক ভাবে আশীর্ব্বাদ করিয়া বলিলেন, “ চিরায়ুষ্মতী হও । ” নূতন বাসার নূতন তালপাতার চাটাইতে বসিয়া খুড়া যখন তামাকুর গৌড়িয়ায় মনঃসংযোগ করলেন, তখন ফণী অবাক হইয়া খুড়ার তামাকু সেবা দেখিতে লাগিল । কলিকাটা ফাটিবার উপক্রম কইলে খুড়া গৌড়িয়াট। নামাইয়া রাখিয়া বলিলেন, “ ও সেই ম্যাষ্টের মাগীট।—খুড়ি, সেই মেষ্টের মেয়েটি বুঝি! তা নষ্টলে বাবাজীদের গাদি লাগবে কেন ? ” অবসর বুঝিয়। নিতাইসুন্দর বfললেন, “আজ্ঞে ই, সেই দাৰ্জিলিঙ্গের মাষ্টার মেয়েটিই বটে ; তবে ওটি আমার স্ত্রী । ” “ভাল-ভাল, তা বেশ বাবাজী । বাবাজীর মাঝে মাঝে ডুব মারা হয় কেন ? ” “ আজ্ঞে অদৃষ্টদোষ !” “ সেটা উভয়ত ! এই দেথ না বাবাজী, বহরমপুরের ভট্চাযিাদের আটবচরের ছোট টুকটুকে মেয়েটি তারা গেীরদান করবার আশায় বসে আছে, কেবল অসুপম বাবাজীর অনুমতি হলেই হয় । ” ফণী হঠাৎ নিশ্বাস ছাড়িয়া বলিয়া উঠিল, " এ ত বেশ ভাল কথা।” অতুপম ক্ষুধার্ত্ত ব্যান্ত্রের মত কট্মটু করিয় তাহার দিকে চাহিয়৷ রহিল। অনেকক্ষণ, পরে ধীরেশকে লইয়া বিশ্বনাথ, খুড়া উঠিলেন ।
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।