> こbr অতুক্রেম এতক্ষণে তারাপদ বাবুর সম্পূর্ণ চেতনা ফিরিল । মণি মাতৃহারা পথভ্রান্ত কন্যার মত তারাপদ বাবুর দিকে হাত দুখানি বাড়াইয়া দিল । মাতুল ভাগিনেয়ীকে বুকে তুলিয়া লইলেন । জঠর-যন্ত্রণায় ব্যাকুল হইয়। ধীরেশচন্দ্র আর্ত্তনাদ করিয়া উঠিল । “ মশাই, হালুয়াইয়ের দোকানে সব কচুরিগুলো ভেজে ফেল্পে যে ? ” বীরবল সহানুভূতি দেখাইয়ু বলিল, “ ময় আবি লাত। ছ। ” অনুপম ঈষৎ হাসিয়া ফেলিল । সুতরাং ধীরেশ চটিয়া গেল । তখন খুড়া বিশ্বনাথ বীপীিয় মহাশয় ধীরেশের সাহায্য করিতে আসিয়া কহিলেন, “দেখ অনুপম বাবাজী, মধ্যে মধ্যে শ্রমান ধীরেশচন্দ্র বাবা জীবন এক একটা সত্য কথা ব’লে ফেলেন । ” ইতিমধ্যে বীরবল সেরখানেক গরম ডালপুরী ও পোয়াটাক বাসি আলুর তরকারি আনিয়া উপস্থিত করিল। বিরলদস্ত বিশ্বনাথ খুড়া একখানি শেষ করিবার পূর্ব্বে ধীরেশ চারিখানা গলাধঃকরণ করিল এবং অধিক বিলম্ব করিলে কিছুক্ত থাকিবে না দেখিয়া, অনুপম, নিতাই ও মণি কচুরি হাতে করিল । সংক্রামক ব্যাধি বুদ্ধ তারাপদ বাবুকেও ধরিল । তখন সেই সঙ্কীর্ণ বারান্দায় অশীতিপর তারাপদ বাৰু, যুক্টাবর্ষীয় বিশ্বনাথ খুড়া এবং নিতাই সুন্দর, মণি, অনুপম ও ধীরেশ ডালপুরীংশ-নিস্থদনে প্রবৃত্ত হইলেন। বীরবল নীচে গিয়া হাসিয়া লুটাইয়া পড়িল । - মণি চলিয়া যাইবার দিন হইতে পরম পূজনীয় এবং যথোদেশভাষণীয়া শ্রীশ্রীশ্রী ১০৮ পল্লীবাসিনী বঙ্গরমণীসমাজে মণির চরিত্রসম্বন্ধে যে অশ্বমেধ ও রাজসূয় বসিয়াছিল আজ হঠাৎ মণিকে সেই তারাপদ বাবুর সেই বাড়িতে ফিরিতে দেখিয়া সৰল যজ্ঞের পূর্ণাহুতির
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।