> 8 অল্প ক্রম হইল । আপিস হইতে ফিরিবার পথে দুইজনেই হাসপাতালে গেল এবং দেখিল যে রোগীর পার্থে মণি বসিয়া আছে। রোগীর অবস্থা তখন ভাল এবং জ্ঞান হইয়াছে । অনুপম মণিমালিনীর চোগ্নে জল দেখিয়া একেবারে হতভম্ব হইয় গেল, অল্পক্ষণ পরে সে দেখিল যে, রোগীর চোখে ও জল । কোন মতে বিশু কাকার প্রশ্নজাল এড়াইয় তাহারা যখন মিসেস মজুমদারের সরে মণিমালিনাকে খুজিতে গেল তখনও সে ফিরে নাই । সেদিন বিকালে তাহার রোগীর দল তাহাকে দেখিতে না পঠিয়! ফিরিয়৷ গেল, তপন হারাণ বলিল, “নেড়, এ ত ভাল কথা নয় । কোথায় গেল মণি ?” পারেন বলিল, “তাহলে খুঁজে দেখা যাক ৷” সারাট সতর খুজিয়া তাঙ্গর যখন মণিমালিনীকে পাইল না তখন ধীরেন বলিল, “সকাল বেলার সেই বাড়ীটা দেখলে হয় না— ঘে বাড়ী থেকে রোগী হাসপাতালে গিয়েছিল ?” তিন বন্ধু সে বাড়ীতে গিয়া দেপিল মে, ছোট ছেলেটিকে কোলে করিয়া মণি বাহিরের ঘরেই বসিয়া আছে । অনুপম আরও আশ্চর্য্য হইয়া গেল । হারু যখন জিজ্ঞাসা করিল, “এর মানে কি ?” তখন মণি সটান সোজা বলিয়া বসিল, “কিসের মানে কি, হারু-দা ?” হারাণ বসিয়া পড়িল । তখন ধীরেন বলিল, “তুমি যে স্কুল থেকে এখানে চলে এসেছে, মণি, কাউকে তো বলে আসে নি। সেই জন্য তিন জনে সন্ধ্যে বেলা থেকে তোমায় খুজে বেড়াচ্ছি।" মণি হাসিতে হাসিতে বলিল, “এই কথা ? আমি তো ৰেবিৰুে
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।