পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আতুক্রেম . وه د ک রোগীকে লইয়া বেদিন ধীরেন আর হারাণ হাসপাতাল হইতে বাড়ীতে আসিল, সেদিন ছোট বাড়ীটার সম্মুখে লোকের ভিড় আরো বাড়িয়ছিল । কারণ, একদল লোক দুই-তিন জন বাঙ্গালী ভদ্রলোককে সঙ্গে করিয়া বাড়ীট দেখাইয় দিতে আসিয়ছিল । সে দিন রবিবার, আপিস স্কুল বন্ধ, মণিমালিনী বৌটির কাছে বসিয়াছিল, অতুপম বাহিরে বসিয়াছিল, আর ধীরেন আর হারণকে রোগ অনিতে হাসপাতালে পাঠাইয়াছিল । আগন্তুক তিনজন বাড়ীর দুয়ারে আসিয়া অল্প পমকে জিজ্ঞাসা করিলেন, “ই মশাই, কৃষ্ণনগরের হরেন্দ্রকুষ্ণ বাবুব কি স্ত্রই বাস o অনুপম তখন আনমনে চিন্তু করিতেসিল, স্ত তরাং সকল কথা তাহার কানে গেল ন । সে একঢ় বিরক্ত হইয় জিজ্ঞাসা করিলে অনুপম বলিল, “আমি ঠিক বলিতে পারি নে, তবে ধিনি এ বাড়ীতে থাকেন, তাহার বাড়ী শুনেছি কৃষ্ণনগরে ৷” এই সময়ে মণি ছুটিয়া আসিয়া বলিল, “আস্তন, আসুন, এই হরেন্দ্রকৃষ্ণ বাবুর বাসা ।” অনুপম অপ্রতিভ হইয়া উঠিয় দাড়াইল, ছেলেটি মার মেয়েটি আসিয়া নবাগতদের জড়াইয়া ধরিল ; এই সময় হারাণ আর ধীরেন রোগীকে লইয়া আসিল । রোগী তাহার আত্মীয়দের মধ্যে পৌছিলে মণি বাড়ীর বাহির হইয় পড়িল এবং ইসারা করিয়া তিন বন্ধুকে ভাকিয়া উপরে চলিয়া গেল । আনন্দ-মিলনের সময়ে বাড়ীর লোকে তাহাদের যাওয়াটা বুঝিতে পারিল না। x কার্ট রোডে আসিয়া মণি বলিল, “নেড়া-দা, চলুন একটু দূরে বেড়িয়ে আসি।” চারিজনে তাহার গৌহাটীর দিকে চলিল ; চলিতে চলিতে মণি মাঝে মাঝে দাড়াইয়া পড়িতে লাগিল, ধীরেন মোট