অসুত্রম & ○ এই সময় বাড়ীর ভিতর হইতে আবার শোনা গেল, "দাদ বলে তে হয়েছে কি ? , ডাইনে সব বলে, ছেলে খাবার যম । আচ্ছা, শিলং শহরে এত লোক থাকতে তোমার উপর ডাইনীর এত টান কেন, তোমায় দাদা বলবার দরকার কি ?" একটু থামিয়া শব্দটা আবার আরম্ভ হইল, “দেখ এত করে তোমায়ু বোঝাচ্ছি, তবু তুমি বুঝচোন ! মণি আমার বোনের মত, তার স্বভাব বড় সুন্দর, তুমি ভুল বুঝচে।" "এদিন চোখে ধূলে দিয়ে রেখেছিলে, তাই বুঝতে পারি নি। আজ থেকে কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি, ৪ ডাইনী মাগীর ছায়ু৷ যদি তুমি মাড়াবে তাহলে তোমার পায়ে আমি আত্মহত্যে হব । ও ষে সুন্দর কোনখানটায় তা সেইদিন বুঝতে পারবে। আচ্ছা, এত লোক তো আছে, তোমাদের তিনটি বন্ধুর দিনে তিনবার পাহাড়ে না উঠলে ভাত হজম হয় না কেন, বল দেখি ?" শব্দট। আবার নরম ইষ্টয় গেল, তখন ধীরেন বলিল, “সর্ব্বনাশ !” অতুপম কোন কথা কহিল ন । অনেকক্ষণ পরে হারাণ যখন ফিরিঞ্জ আসিল, তখন দুষ্টজনের একজনও তাহার বিলম্বের কারণ জিজ্ঞাসা করিতে ভরসা করিল না। সেদিন আহারে বসিয়া কেহই বড় একটা কথা কহিল না, অথচ অন্য দিন তাহারা তিনজনে একত্র হইলে হারাণের ক্ষুদ্র গৃহখানি কঁাপিয়া উঠিত । কোন মতে নাকে-মুখে আহার গুজিয়া ধীরেন যখন উঠিয়! পড়িল তখন অনুপম বলিল, “ধীরু-দা, চল, বাসায় যাই ।” হারাণ তাহাতে আপত্তি করিল, বলিল, “না, না, এখন যাবি কি ! এই তো সবে সাড়ে আটটা ।” . অনুপম বুলিল, “ত হোক, আজ শরীরটা কেমন - বছে।”
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।