পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 - আদ্যক্রম হারাণ বলিল, “শরীরটা যেমনই করুক না কেন, তোর এখন যাওয়া হবে না ।” “বাড়ার ভেতর মেতে ভয় হচ্ছে ?” “তবে তে র! শুনেছিস ?” • অনুপম বলিল, “সে চাপ গলায় স্বামী-স্ত্রীতে একটি ভদ্রমহিলার সম্বন্ধে শিষ্ট্যলাপ করছিলে..." হারাণ হাসিয়া ফেলিল । এই সময় ধারে মাথ গলাইয় কে একজন জিজ্ঞাসা করিল, “বাবা, অষ্ট্র পূমচন্দ্র বা জাঁ কি এখানে আছে ?" ও-রকম অপ্রত্যাশিতভাবে বিশু কাকার আবিভাবে অনুপম ভয় পাইয়া ধপ করিয়া বসিয়া পড়িল । ধীরেন বলিল, “এই যে কাক, আমরা সকলেই এখানে আছি ।" ছত্র-যষ্ট্রি-হরিকেন-সমন্বিত শ্রীযুক্ত বিশ্বনাথ রায় মহাশয় ক্রমশঃ কিস্তিবন্দী করিয়া ঘরের ভিতরে প্রবিষ্ট হইলে হারাণ তাড়াতাড়ি বাড়ীর ভিতর চলিয়া গেল । রায় মহাশয় সুখাসনে সমাসীন হইয়। বলিলেন, “বাপু হে, বড়ো হয়েছি, এখন কি আর তোমার পিছন-পিছন ঘোড়দৌড় করা পোষায় !” ধীরেন বলিল, “সে কি কাকা, এই যে আপিস থেকে ফিরে আপনার সঙ্গে দেখা করে এলুম !" বিষম বিরক্ত লইয়া রায় মহাশয় বলিলেন, “এ চড়ে-পাক ছেলে, বিশু রায়ের যদি সময় থাকতো তাহ’লে আর-দেখহে অচুপমচন্দ্র