পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলছত্রল মৃদু-মধুর হাসিয়া সে বলিল, “বেশ তো, আমি না হয় যাবই না।” তখন সকলে বলিয়া উঠিল, “সে কি হয়, সে না গেলে সেদিন যাওয়াই বৃথা।" মণি তখন মনে মনে একটু রাগিয়াছিল ; সে বলিল যে, সে কিছুতেই যাইবে না। হারাণ বিপদ বুঝিয়া বলিয়া বসিল, “তবে না হয় আজকে বায়োস্কোপে গিয়ে কাজ নেই, আজ এইখানেই গল্প করা যাক ৷” । বেবি বেচার সারাট দিন বায়োস্কোপে যাইবার ভরসায় বসিয়া ছিল ; যাওয়া হইবে না শুনিয়া তাহার মুখখান কাদো-কাদে হইয়। উঠিল । - অনুপম এক কোণে বসিয়াছিল, সে এইবার বলিল, “আপনার যাবেন না কেন ? সবাই যান, আমি যাব না ।" এমন সময়ে মাসি-ম আসিয়া জিজ্ঞাসা করিলেন, “ই রে, তোরা এখনো যাস নি ? আবার কুয়াশা আঁসছে, এখুনি বৃষ্টি আরম্ভ হবে ।” | st f বেবি ঠোঁট ফুলাইয়া বলিল, “ম, দিদি নেড়া-দাদার সঙ্গে ঝগড় করেছে, এখন কেউ যাবে না বলছে।”