পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S ఛీ • অতু ফ্রম একদিন আপিস যাইতে বিলম্ব করিয়াছিল ; আপিসে প্রায়ই তাহার বিলম্ব হইত, সুতরাং সেদিন গঞ্জনার মাত্রাট বাড়িয়া গিয়াছিল। বকুনি খাইয় যখন নিজের টেবিলে গিয়া সে বসিল, তখন দেখে, তাহার সম্মুখে একথান পত্র পড়িয়া আছে । পত্রের শিরোনামাট নুতন হার্তের লেখা । পত্র খুলিয়া অনুপম পড়িল— স্তানিটেরিয়ম শিলং, ২১শে শ্রাবণ প্রিয় অনুপম, তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি বটে কিন্তু তোমার বাবা আমার অনেক কালের বন্ধু । অনেক দিন পূর্ব্বে আমি সখন শিলংএ ছিলাম তখন তুমি নিতান্ত শিশু । আমি ছুটি নিয়ে এসেছি, মনে করছি কিছুদিন এখানে থাকব । তোমার বাবাকে পত্র লিখে জেনেছি যে, তুমি এখানেই আছ । তুমি পত্রপাঠ আমার সঙ্গে দেখা করবে। আমার শরীর বড়ই দুর্ব্বল, বেড়াতে বাহির হতে পারিনে, সুতরাং তুমি যখনই আসবে তখনই আমার সঙ্গে দেখা হবে । ইতি— - তোমার শুভাকাঙ্ক্ষী শ্রীমুধীরকুমার হালদার পত্রখানা পড়িয়া অনুপম কিছুতেই ঠিক করিতে পারিল না, লোকটি কে। কখনও যে পিতার কাছে সুধীরকুমার হালদারের নাম শুনিয়াছে তাহা তাহার মনে হইল না । লোকটা নিশ্চয়ই চাকরী করে, তাহা ন হইলে ছুটি লইবে কেন ? পূর্ব্বেও যখন শিলংএ ছিল, তখন