পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৃক্রম כיסא চৌরাস্তার পথে উঠিতে প্রথমে হারাণ ও তাহার পর ধীরেন আসিয়া জটিল । অনুপম যথারীতি হালদার-গৃহিণী ও তাহার কন্যার সহিত তাহাদের পরিচয় করাইয়। দিল । তাহার পরে পথে যত পরিচিত লোকের সঙ্গে তাহাদের দেখা হইল, সকলের সঙ্গেই হারাণ । আগু বাড়িয়া মহিল| দুইটির পরিচয় করাইয়া দিল । পরিচয়ট স্পষ্ট করিয়া বলিয়া তাহার পর প্রত্যেকের কানে কানে আরও দুই একট। কথা বলিল , তাহার হাসিতে হাসিতে চলিয়া গেল । - স্তানিটেরিয়ামে ফিরিয়া অনুপম যখন সুধীর বাবুর কাছে বিদায় গেল তখন তিনি বলিয় দিলেন, “কাল থেকে আপিসের ফেরত এখানেই চ থাবে, তা নষ্টলে ললিতার বেড়ানো হবে না, বুঝলে ?” অনুপম জবাব না দিয়া বাহিরে আসিয়া দেখিল যে, হারাণ আর ধীরেন হাসিয়া লুটাইয় পড়িতেছে । অনুপম জিজ্ঞাস করিল, “কি রে, তলে কি ?” হারাণ বলিল, “নেড়-দ, ক’নে পছন্দ হয়েছে ?” অনুপম বলিল, “দূর " পারেন হাসির বেগ সামলাইয়া বলিল, “এবার কিন্তু শক্ত পাল্লা !" で5 লই.ে br শনিবারের দিন আপিসের মালির কাছে একট। বড় ফুলের তোড়া পাইয় অনুপম একেবারে মণির স্কুলের দিকে ছুটিল । এ কয়দিন সে আর মণির দেখা পায় নাই। তাহার উপর হারাণ আর ধীরেন ললিতাসুন্দরীর নাম করিয়া তাহাকে পাগল করিয়া তুলিয়াছিল । সেদিন আর স্যানিটেরিয়ামে যাইতে তাহার মন সরিল না। পথে চৌরাস্তায় 3